কুমিল্লায় সেতুর নিচে বিলে পড়েছিল হাত-পা বাঁধা নারীর লাশ
মৃত নারীর বয়স ৩৫ থেকে ৪০ হবে। মরদেহের হাতে-পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল।
কুমিল্লার দেবিদ্বারে একটি সেতুর নিচের বিল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষতবিক্ষত লাশটির হাত-পা ও চোখ-মুখ বাঁধা ছিল।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় সনাক্ত হয়নি।
