কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ৫ পদে আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টির মধ্যে সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিএপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতিসহ আওয়ামী লীগ সমর্থিতরা জয় লাভ করেছেন পাঁচটি পদে।

বুধবার দিনভর আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১টার দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এসএম মাহবুবুর রহমান জানান, বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৬০৭ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top